পিএসজিতে ৩০ নম্বর জার্সি মেসির

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
আর্জেন্টাইন সুপারস্টার দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পিএসজির সঙ্গে। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন
মেসি। ফরাসি ক্লাবে যোগদানের পরই গুঞ্জন কত নম্বর জার্সি পরে খেলবেন মেসি? পিএসজির ভেতরেই মাথা উঁকি দেয় প্রশ্ন। সেখানে ১০
নম্বর জার্সি পরে পিএসজির হয়ে খেলছেন নেইমার। তবে নেইমারও বন্ধুত্বের খাতিরে ১০ নম্বরটা উপহার দিতে রাজি। কিন্তু মেসির না। এতটা
নির্দয় নন তিনি। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড় এই কীর্তি গড়তে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে নিকট ভবিষ্যতে যে
এটা কেউ ভাঙতে পারবে না, তা নিশ্চিতভাবেই বলা যায়। মেসি চান ১৯ নম্বর জার্সি। যদিও পিএসজি মেসির সেই আবদার রাখতে পারেনি।
ব্যালন ডি’অর জয়ের পর সম্প্রতি ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
সেখানে তিনি কথা বলেছেন জীবনের নানা ঘটনা নিয়ে। প্রসঙ্গক্রমে উঠে এসেছে পিএসজিতে ৩০ নম্বর জার্সি নেওয়ার কারণও। মেসি বলেন,
‘১০ নম্বর আগে থেকেই নেইমারের ছিল। আমি তো পিএসজিতে নতুন এসেছি দলকে সাহায্য করতে। আমাকে ১০ নম্বর জার্সি দেওয়ার প্রস্তাব
করেছিল নেইমার, সেটা ওর বিশাল মহানুভবতা। আমি জানতাম সে এমনটা করবে। কারণ, আমি ওকে চিনি, বার্সেলোনায় একসঙ্গে অনেক
সময় কাটিয়েছি এবং খুব ভালো বন্ধুও।’ ‘কিন্তু আমার মনে হয়েছে, ১০ নম্বরটা জার্সিটা ওর কাছেই থাকা ভালো এবং সেটা তাকে মানায়ও। এ
কারণেই আমি ৩০ নম্বর পছন্দ করে নিয়েছি’ জানান মেসি।