রোনাল্ডোর সঙ্গে দ্বৈরথের দিনগুলো মিস করেন মেসি

ছবি টুইটার
এননিউজ ডেস্ক
আমি এর আগেও বলেছি, বার্সায় ফিরব। কারণ, ওই ক্লাবই আমার ঘর-বাড়ি। ক্লাবের প্রয়োজনে, ক্লাবের দরকারে যদি কোনও যদি লাগে আমি
অবশ্যই বার্সায় ফিরে যাব। এখন এই শহরে বেশ ভালো আছি। নতুন বাড়ি নেওয়ার পর থেকে অনেকটাই মানিয়ে নিতে পেরেছি। বাচ্চারাও
তাদের নতুন স্কুলে যাওয়া শুরু করেছে। প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য বেশ কয়েক বার আর্জেন্টিনা গিয়েছি। ফরাসি লিগের কিছু ম্যাচ যে
কারণে মিস করেছি। ফ্রান্সের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি এসব জানিয়েছেন। বলেছেন, প্রিয় বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ
জারমাঁয় পা রাখার পরে সেখানকার সামগ্রিক পরিবেশের সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছেন। মেসি বলেন, শুরুতে
যেমন ভেবেছিলাম, তার থেকে অনেক দ্রুত আমরা সব কিছু শিখে নিয়েছে। স্কুলে যাওয়া যখন শুরু করেছে, তখন ফরাসিও শিখে নেবে দ্রুত।
কারণ, কিছু শেখার প্রসঙ্গ এলে কিন্তু ওরা তাড়াতাড়ি সেটা শিখে ফেলে। আর এটাই আন্তোনেলা আর আমাকে অনেকটা স্বস্তি দিয়েছে। সবাই
বলছে, চ্যাম্পিয়ন্স লিগ নাম আলাদা করে বলতে হবে। তবু বলব, একটা শক্তিশালী টিম হয়ে ওঠার জন্য আরও অনেক কিছু লাগে। এক হয়ে
মাঠে নেমে এই সাফল্যটা মুঠোয় ধরতে হবে আমাদের। তবে আমরা শুধু নই, আরও অনেক টিম চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষমতা রাখে। এটা
একটা অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। আর সেই কারণেই এত সুন্দর এবং স্পেশাল। আমরা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট, একমাত্র ফেভারিট
নই।