3 killed in Rangamati shootings : পাহাড়ে  দুই সন্ত্রাসী  গ্রুপের  গোলাগুলিতে নিহত ৩

3 killed in Rangamati shootings : পাহাড়ে  দুই সন্ত্রাসী  গ্রুপের  গোলাগুলিতে নিহত ৩

ছবি সংগ্রহ

এননিউজ ডেস্ক 

ফের রক্তাক্ত অরণ্য! দুই পক্ষেরে গোলাগুলিতে ঝরে গেলো ৩জনের প্রাণ। আহতর তালিকায় দুই। জানা গিয়েছে, ঘটনা অঞ্চলিক দুই পক্ষের আধিপত্য নিয়ে মাঝেমধ্যেই ক্ষমতায় লড়াই চলে। এটা অনেকটা চম্বলের সেই প্রবাদের মতো ‘খুন কা বদলা খুন’। পাহাড়ে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী অবস্থান। তাদের সবাই পাহাড়ি জনজাতি। সূত্রের খবর  মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী পাইন্দং এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত ও ২ জন আহত হয়।

রাজস্থলী-বান্দরবান সীমান্তবর্তী বালুমুরা পাড়ার পার্শ্ববর্তী কেচিপাড়া এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা। জানা গিরেয়ছে, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়া অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ করে গুলি  ছোঁড়ে। ফলে ঘটনাস্থলেই মগ পার্টির ৩ সদস্য লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। অপর  ২ সদস্য আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে।

হতাহতের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিহত তিনজনের একজন অং থোয়াই মার্মা (৪৫)। তিনি জামছড়ির থাংকুই পাড়ার থুই খয় মিঙ মার্মার ছেলে। নিহত অং থোয়াই মার্মা এমএনপির গাইড ছিলো বলেও জানা গেছে। বাকি দুইজনের পরিচয়  শেষ খবর পাওয়া পর্যন্ত মিলেনি।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই বিষয়ে পুলিশ রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, সংবাদমাধ্যমকে জানিয়েছেন,  বান্দরবান-রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ তারা পেয়েছেন। ঋদ্ধিমান ঢাকা