73% of the people of Bangladesh are vaccinated : টিকার আওতায় বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ

73% of the people of Bangladesh are vaccinated : টিকার আওতায় বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ

স্বাস্থ্যমন্ত্রী ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

বাংলাদেশে ৭৩ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। এটি নিঃসন্দেহে হাসিনা সরকারের নজির।  দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিয়েছেন তারা। এর মধ্যে দিয়ে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো তারচেয়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা গেলো। এক কোটি ২০ লাখ মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এক কোটি ১১ লাখ মানুষকে। 

রবিবার ঢাকার  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 


অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ অংশ নেন।