Akhaura-Agartala : আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতিতে হতাশ রেলমন্ত্রী

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন দফা সময় বাড়ানোর পরও কাজের কোন গতি আসেনি আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে। বৃহস্পতিবার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে কাজের ধীর গতির কারণে অসন্তোষ প্রকাশ করে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, অ্যামব্যাংকমেন্ট তথা মাটির কাজ শেষ করতে চলতি বছরের জুন মাস নাগাদ সময় বেধে দেওয়া হয়েছে। এরমধ্যে কাজ শেষ না হলে বিকল্প ঠিকদার নিয়োগের পথে হাটবেন তারা।
বাংলাদেশ-ভারতের মধ্যে ৬ষ্ঠ রেলসংযোগ আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে মন্থর গতিতে হতাশ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেলপথ এবং আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শনে এসে এই হতাশা ব্যক্ত করেন রেলপথমন্ত্রী। তিনি বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পটি ভারতের আর্থিক সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধন করেছেন। এটি উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা উভয় দেশই খুব হতাশ।
ঠিকাদারের গাফিলতির কারণে যদি আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ থেমে যায়, তাহলে চুক্তিভঙ্গের অভিযোগ এনে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে। মন্ত্রী আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছে, আগামী জুনের মধ্যে রেলট্রেক বসানোর কাজ শেষ করতে পারবে। সিগন্যালিং, স্টেশন বিল্ডিংসহ অন্যান্য কাজ শেষ করতে হয়তো আরও সময় লাগবে। প্রকল্প বিলম্ব হওয়ার বিষয়ে মন্ত্রী জানান, ঠিকাদার বলেছে করোনার কারণে কাজ শেষ হতে দেরি হচ্ছে। ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করতে পারলে আমরা খুশি হবো। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, এটি একটি বড় প্রকল্প। দু’দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটির অগ্রাধিকার দিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এ প্রকল্পটির ব্যাপারে আমাকে ফোন করেছেন।
ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে রেল যোগাযোগের জন্য আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন। রেলপথ নির্মাণে কাজ করছে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন।
বাংলাদেশ রেলপথ মন্ত্রকের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (কাঠামো) কামরুল আহসান, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর শারজ শার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার প্রমুখ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।