Ashes: ইংল্যান্ডকে গুঁড়িয়ে অ্যাসেজ টেস্ট জিতল অস্ট্রেলিয়া

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
তৃতীয় দিনে ইংল্যান্ডের আশা জাগিয়েছিল জো রুট এবং ডাউইড মালানের ব্যাটিং। কিন্তু চতুর্থ দিন সকালে সব প্রতিরোধে ধ্বস নামে ইংল্যান্ডের। ব্রিটিশদের খুব সহজেই হারিয়ে প্রথম অ্যাসেজ টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। জয়কে সঙ্গী করেই দুর্দান্ত ভাবে শুরু হল প্যাট কামিন্সের অধিনায়কত্বের যাত্রা।
শুক্রবার ইংল্যান্ড শেষ করেছিল দুই উইকেটে ২২০ রানে। রুট এবং মালান দু’জনেই দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেন। অস্ট্রেলিয়া স্কোরের থেকে তখন মাত্র ৫৮ রানে পিছিয়ে তারা। অর্থাৎ চতুর্থ দিনে ইংল্যান্ড ভালো কিছু করতে পারে, সেই আশাই করছিলেন ব্রিটিশ ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু শনিবার প্রথম সেশনে স্পিনার ন্যাথান লিঁয়র ভেল্কিতেই ইংল্যান্ডের যাবতীয় জারিজুরি শেষ। প্রথমেই মালানের উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারে নিজের চারশোতম শিকার করেন লিঁয়। শেন ওয়ার্নের পর তিনিই দ্বিতীয় অজি স্পিনার যিনি চারশো উইকেট নিলেন। কিছুক্ষণের মধ্যেই ৮৯ রানে ব্যাট করতে থাকা রুটের উইকেট তোলেন ক্যামেরন গ্রিন। ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ ওখানেই শেষ হয়ে যায়।
এর পর একে একে ওলি পোপ, ওলি রবিনসব এবং মার্ক উডের উইকেট তুলে নেন নিঁয়। দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ২০ রানের। রান তাড়া করাটা একদমই চাপের ছিল না। কিন্তু এরই মধ্যে একটি উইকেটও হারায় অস্ট্রেলিয়া। আসলে, প্রথম ইনিংসে ব্যাট করার সময় পাঁজরে চোট পান ডেভিড ওয়ার্নার।
সে কারণে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে আসেননি। তাঁর বদলে নামেন অভিষেককারী উইকেট কিপার অ্যালেক্স ক্যারি। সেই ক্যারিই জয়ের রান ওঠার আগেই ড্রেসিং রুমে ফিরে যান। এর পর অবশ্য মার্নাস লাবুশানে এবং মার্কাস হ্যারিস মিলে অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। ন’উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া।