কিদম্বি শ্রীকান্ত পৌঁছে গেলেন ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে

কিদম্বি শ্রীকান্ত পৌঁছে গেলেন ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে

ছবি টুইট থেকে
 
এননিউজ ডেস্ক 

ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের (বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ) ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ভারতের তারকা কিদম্বি শ্রীকান্ত। তিনিই প্রথম ভারতীয় যিনি এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন।

সেমিফাইনালে হারালেন আরেক ভারতীয় লক্ষ্য সেনকে। এটাও ইতিহাস। এর আগে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দু’জন ভারতীয় পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এটাই প্রথম। 

সেমিফাইনালে জোরদার প্রতিদ্বন্দ্বিতা হল। ম্যাচ ১ ঘণ্টা ৯ মিনিট স্থায়ী হয়েছিল। শেষ পর্যন্ত লক্ষ্যকে ১৭-২১, ২১-১৪, ২১-১৭ ফলে হারালেন ২৮ বছরের শ্রীকান্ত।

এই ম্যাচের পরে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা কিদম্বি শ্রীকান্তের সামনে সোনা জয়ের হাত ছানি। আর লক্ষ্য সেন এই প্রথম ব্রোঞ্জ পদক জিতে কিংবদন্তি খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন এবং বি সাই প্রেমনাথের সঙ্গে এক সারিতে থাকলেন। পাড়ুকোন ১৯৮৩ সালে এবং সাইনাথ ২০১৯ সালে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।