Babul on Jay Prakash : জয়প্রকাশকে স্বাগত জানিয়ে বাবুল সুপ্রিয়, বাংলায় ঢোকার সাহসই নেই কয়েক জনের

Babul on Jay Prakash : জয়প্রকাশকে স্বাগত জানিয়ে বাবুল সুপ্রিয়, বাংলায় ঢোকার সাহসই নেই কয়েক জনের


নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন জয়প্রকাশ।  ছবি সংগ্রহ 

এননিউজ ডেস্ক 

সবাইকে চমকে দিয়ে তিনি আগে এসেছিলেন। তার পর থেকে একে একে বিজেপি ছেড়ে তৃণমূলের ছাতার তলায়। যারা  ফের আসলেন, তাদের মধ্যে সর্বশেষ সংযোজন জয়প্রকাশ মজুমদার। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অধুনা তৃণমূল বাবুল সুপ্রিয়। জয়প্রকাশ এতদিনে সাহসী সিদ্ধান্ত নিলেন মলে মন্তব্যও করেন বাবুল। 

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে জোড়াফুল পতাকা হাতে তুলে নিলেন জয়প্রকাশ। তাঁকে তৃণমূলের রাজ্য সহ সভাপতিও নিযুক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপির অন্দরে যখন তোলপাড়, সেই সময় রাজ্য বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করে জয়প্রকাশকে তৃণমূলে স্বাগত জানান বাবুল।

এ দিন টুইটারে বাবুল লেখেন, ‘যাক!! জয়প্রকাশদা এতদিনে একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। ওঁকে আমার আভিনন্দন। বাংলার জন্য কাজ করতে গেলে, বাংলার মানুষ যাঁকে তর্কাতীত ভাবে নিজেদের নেত্রী হিসেবে সম্মান ও ভালবাসা দিয়েছেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পরিশ্রম করতে হবে।