Bangladesh is at the top of the Super League : ওয়ানডে সুপার লিগের শীর্ষে দাপুটে বাংলাদেশ

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠে নজির গড়লো দাপুটে বাংলাদেশ। দুই দলের আরও একদিনের ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জয় করলো বাংলাদেশ। বাকী ম্যাচটি ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে সফরকারীদের সামনে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানের বিশাল স্কোর দাঁড় করায় স্বাগতিক বাংলাদেশ। জবাবে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এতে ৮৮ রানের জয় পায় স্বাগতিকরা। এই জয়ের ফলে ইংল্যান্ডকে হটিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানেও ওঠে এলো লালসবুজ বাহিনী।
বর্তমানে ১৪ ম্যাচে ১০ জয় করে বাংলাদেশের পয়েন্ট ১০০। এক ম্যাচ বেশি খেলে ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তৃতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৭৯। তারা ১২ ম্যাচ খেলে ৮টিতে জয় পায় ভারত।