Barcelona : নতুন করে শুরু করতে যাচ্ছে বার্সেলোনা

Barcelona : নতুন করে শুরু করতে যাচ্ছে বার্সেলোনা

নতুন করে শুরু করতে যাচ্ছে বার্সেলোনা

ছবি: বার্সেলোনা টুইটার

এননিউজ ডেস্ক 

মঙ্গলবার ও বুধবার নয়, এখন ইউরোপিয়ান মঞ্চে বার্সেলোনার খেলা দেখতে হবে বৃহস্পতিবার রাতে। প্রায় এক যুগ ধরে বার্সেলোনার জয়জয়কার দেখে অভ্যস্ত সমর্থকেরা।  বার্সেলোনা সমর্থকদের বহুদিন পর এমনটি দেখতে হবে। নিয়মিত চ্যাম্পিয়নস লিগ খেলতে দেখা দলকেই এখন দেখা যাবে ইউরোপাতে।  ক্লাব হিসেবে বার্সেলোনা অবশ্য বাস্তবতা মেনে নিয়েছে। ইউরোপা লিগে সম্ভাব্য প্রতিপক্ষের নামও সমর্থকদের জানিয়ে দিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে  রাতে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। এতে কোন দলগুলো ইউরোপার নকআউটে পর্বে উঠেছে এবং কোন দলগুলোচ্যাম্পিয়নস

লিগ থেকে ইউরোপায় যাচ্ছে, সেটা জানা গেছে। আর সে সুবাদে বার্সেলোনাও জেনে গেছে, ইউরোপার শেষ ১৬’তে যাওয়ার লড়াইয়ে কাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তাদের। এবার ইউরোপা লিগের ফরম্যাট একটু বদলে গেছে। এত দিন গ্রুপ পর্ব থেকে ২৪টি দল উঠে আসত। আর চ্যাম্পিয়নস লিগে গ্রুপগুলোতে তৃতীয় হওয়া আট দল যুক্ত হয়ে ইউরোপা লিগের শেষ ৩২-এ খেলতে নামত। তবে এবার ইউরোপা কনফারেন্স লিগ নামে আরেকটি প্রতিযোগিতা চলছে। এ কারণে ইউরোপা লিগেও অংশগ্রহণ করা দলের সংখ্যা কমেছে।

ইউরোপা লিগে এবার আট গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে রেঞ্জার্স (স্কটল্যান্ড), নাপোলি (ইতালি), অলিম্পিয়াকোস (গ্রিস), রিয়াল সোসিয়েদাদ (স্পেন), লাৎসিও (ইতালি), ব্রাগা (পর্তুগাল), রিয়াল বেতিস (স্পেন) ও দিনামো জাগরেব (ক্রোয়েশিয়া)। এর মধ্যে বেতিস ও সোসিয়েদাদ স্পেনের ক্লাব। দুই দেশের ক্লাবকে কোয়ার্টার ফাইনালের আগে মুখোমুখি করে না উয়েফা। আর সে কারণেই এ দুই ক্লাবের সঙ্গে প্লে-অফে দেখা হওয়ার সম্ভাবনা নেই বার্সেলোনার। বাকি ছয় দলের সঙ্গে বার্সেলোনার প্লে-অফ খেলার সম্ভাবনা আছে। আপাতত নিশ্চিত ১৭ ফেব্রুয়ারি ক্যাম্প ন্যুতে প্লে-অফের প্রথম ম্যাচটি খেলবে বার্সা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শেষে যদি প্লে-অফ পর্ব পার হয় বার্সেলোনা, তবে ২৫ ফেব্রুয়ারি শেষ ১৬-এর প্রতিপক্ষ জানতে পারবে বার্সেলোনা। এবার ইউরোপা লিগের ফাইনাল হবে সেভিয়ার মাঠে।