Broken Heart : বন্দুকবাজের গুলিতে স্ত্রীর মৃত্যু, ছবিতে ফুল দিতে গিয়ে হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যু

Broken Heart :  বন্দুকবাজের গুলিতে স্ত্রীর মৃত্যু, ছবিতে ফুল দিতে গিয়ে হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যু

ছবি টুইটার থেকে নেওয়া

এননিউ ডেস্ক 

সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে এক বন্দুকবাজের গুলিতে প্রাণ হারান ইরমার। স্ত্রীর অন্তেষ্টিক্রিয়ায় পুল দিতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী জো। ইরমা-জো’র এমন মরণ লিখেছিলেন বিধাতা। ২৪ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। 
 
ইরমা গার্সিয়া ছিলেন পেশায় শিক্ষিকা। সম্প্রতি টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয় ইরমার। বৃহস্পতিবার অন্ত্যেষ্টিতে ফুল দেওয়ার পর হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন স্বামী জো। সেখানেই পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। 

টেক্সাসের ওই স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়াসহ দুই শিক্ষিকার মৃত্যু হয়। যার একজন ছিলেন ইরমাও। ২৪ বছরের জীবনসঙ্গীনিকে হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জো। শেষ পর্যন্ত অন্ত্যেষ্টির দিনই জো-র পথ চলা শেষ হল।