CORONA : শনাক্ত কমলেও মৃত্যুর রেকর্ড!

ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় শনাক্তর সংখ্যা কমলেও মৃত্যুর রেকর্ড বাংলাদেশে। একদিনে ৩৩ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৩৭৮ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। আর একই সময়ে মারা গিয়েছে ২১জন। যা নতুন বছরে সর্বোচ্চ মৃত্যু।
এর আগে গেল বছরের ৯ অক্টোবরে ২১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ২৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস এসব তথ্য নিশ্চিত করেছেন।
যদিও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্তবর্তী জেলা রাজশাহীতে শনিবার রাত আটটার পর সকল দোকানপাট বন্ধ করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। অপর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গত এক বছরে ৫ লাখ মানুষকে টিকা দিয়েছে। একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।
মৃতব্যক্তিদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন রয়েছেন।