CORONA : করোনা ফের মাথা চাড়া  দিচ্ছে, সতর্ক থাকার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর 

CORONA : করোনা ফের মাথা চাড়া  দিচ্ছে, সতর্ক থাকার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর 

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

ফের করোনা সংক্রমণ বাড়ায় সতর্ক থাকার বার্তা দিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সবাইকে স্বাস্থ্যবিধি  মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব  মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে।  

মৃত্যুহীন দিন অতিবাহিত হলেও রবিবার শনাক্তর সংখ্যা ছিল ১০৯ জন। এ অবস্থায় অবহেলা করলে  করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সোমবার সচিবালয়ে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী  বলেন, কোভিড এখনো নির্মূল হয়ে যায়নি। আমরা একটা স্বাভাবিক অবস্থায়  রয়েছি মাত্র। আমরা যেন অস্বাভাবিক অবস্থায় ফিরে না যাই সেই বিষয়ে সবাইকে সতর্কতার সঙ্গে চলতে হবে।  

স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এরই মধ্যে একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থায় মাস্ক পড়া, হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা  এখনও যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা গ্রহণের তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। 
 
গেল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে করোনায় মৃত্যুহীন রয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,১৩১। দুই মাসেরও বেশি সময় পর রবিবার সংক্রমণের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
 
রবিবার পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার ৭৫ শতাংশের ওপরে অর্থাৎ  ১২.৮৮ কোটিরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেরছেন। ১১.৮৩ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণ করেছেন যা জনসংখ্যার ৬৯.৫১ শতাংশ। দেশে বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২.৬৮ কোটি।