Chitra Shalik : অতি দুর্লভ চিত্রা শালিক

Chitra Shalik : অতি দুর্লভ চিত্রা শালিক

ছবি সংগ্রহ

এননিউজ ডেস্ক 

 

বিভিন্ন ধরনের পাখিতে মুখর বাঙলার প্রাকৃতিক পরিবেশ। কোনো কোনো মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করে।  যেন পাখি প্রতিবেশী। অনেককে আবার শহর বা গ্রামে দেখা  মেলে না। তারা বনে থাকতেই পছন্দ করে বেশি।

কোনো কোনো পাখিদের আবার বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে মাত্র অল্প কিছুদিনের জন্য দেখা যায়। আবার প্রতি বছর অনেককেই সহজে দেখা যায় না। কয়েক বছর পর পর হঠাৎ দেখা মেলে। 


সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে চিত্রা শালিকের কিছু ছবি ধারণ করেছেন বন্যপ্রাণী আলোকচিত্রী তিমু হোসেন। তার ভাষায় বলেন, এদের বাংলাদেশে খুব কম দেখা যায়। নাম চিত্রা শালিক। এরা খুব চতুর এবং দ্রুত পালিয়ে যেতে সক্ষম। এই পাখিটিকে অতি দুর্লভ বলে আখ্যায়িত করেন পাখি গবেষক ও লেখক শরীফ খান।

বলেন চিত্রা শালিক ৩ থেকে ৫ বছর পরপর মাত্র একবার দেখা যায়। এই পর্যন্ত আংগুলে গুনলে দেখা গেছে মাত্র ১০বার। এবারে বুঝন কতটা দুর্লভ এই পাখিটি! এই চিত্রা শালিকের ইংরেজি নাম ঈড়সসড়হ ঝঃধৎষরহম এবং বৈজ্ঞানিক নাম ঝঃঁৎহঁং াঁষমধৎরং। এরা দৈর্ঘ্যে ২০ সেন্টিমিটার হয়ে থাকে।

শীতকালে পাখিটিকে দেখতে আরো আকর্ষণীয় লাগে। ঘাড়-গলা-বুক-পেটে সুবিন্যস্ত ও সারিবদ্ধভাবে সাদা সাদা ফোঁটা বা চিতি থাকে। সাদা ফোঁটাগুলোর ঘনবদ্ধতার জন্য খুব সুন্দর দেখায় পাখিটিকে। শীতেই পিঠ-ঘাড় বাদামি। পা গোলাপি, ঠোঁট ধূসরাভ। শীতের বাইরে প্রজনন মৌসুমে পাখিটির ঠোঁট থাকে হলুদ, পা কালচে বাদামি। ঠোঁটটি বেশ লম্বা এবং চোখা ও ধারালো।