Corona infection in India : ভারতে উর্ধমুখী করোনা সংক্রমণ, সতর্কবার্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর

ফাইল ছবি সংগ্রহ
বিশেষ প্রতিনিধি, ঢাকা
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ফের উর্ধমুখী। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজার ৫৯৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪৪ জনের। শনিবার শনাক্তর সংখ্যা সংখ্যা ছিল ২ হাজার ৫২৩ জন আর মৃত্যু হয় ৩৩ জনের। বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এবং মৃত্যুও শূন্যের কোঠায়। এ অবস্থায় ভারতে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের সফলতা ধরে রাখতে সবাইকেই সচেতন হতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে করোনা সংক্রমণ বাড়ছে। ভারতে যেসব বাংলাদেশি যাতায়াত করছে, তাদের দিকে নজর রাখার তাগিদ দেন। প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল পর্যন্ত ভারতের দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল দেড় হাজারের নিচে। নতুন করে সংক্রণ বাড়ায় উদ্বেগ বাড়েছে বাংলাদেশের। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত ভ্রমণ ভিসা উন্মুক্ত করেছে। বাংলাদেশের অনেকেই ভারত ভ্রমণ করছে এবং আরও অনেকের প্রস্তুতিও রয়েছে। ভারতের ভিসা সেন্টারগুলোতে প্রতিদিন দীর্ঘ লাইন লেগে থাকছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এতদিন মহামারী নিয়ন্ত্রণে ছিল বলেই খাদ্যের অভাব হয়নি এবং অর্থনীতি এখনও সচল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করেছেন বলেই সবাইকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। মন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন জাহিদ মালেক। এসময় পুষ্টি সেবার উন্নয়ন হয়েছে দাবি করে বলেন, পুষ্টিকর খাবারের বিষয়ে সাধারণ মানুষের সচেতন বাড়ছে।