Corona infections : সামান্য বাড়ল করোনা সংক্রমণ

Corona infections : সামান্য বাড়ল করোনা সংক্রমণ

ছবি সংগ্রহ 

এননিউজ ডেস্ক 

ভারতে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বেড়েছে। মঙ্গলবার বেশি টেস্ট হবার কারণে সংক্রমণের সংখ্যার বৃদ্ধি। তবে সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী। 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (গরহরংঃৎু ড়ভ ঐবধষঃয ধহফ ঋধসরষু ডবষভধৎব) তথ্য অনুযায়ী সোমবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ২৯ লক্ষ ৩৮ হাজার ৫৯৯জনে দাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত ৭ হাজার ৫৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৭ লক্ষ ৮৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ছিল ০.৯৬ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৮৫ হাজার ৬৮০ জন। মোট রোগীর ০.২০ শতাংশ রোগী এখন বর্তমানে চিকিৎসাধীন। তবে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমে গিয়ে দাড়িয়েছে  ৬ হাজার ৭৯২ জনে।

সংক্রমণ কোথায় কেমন

তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় কোন রাজ্যে সংক্রমণ পরিস্থিতি  জেনে নেওয়া যাক 

১) কেরল-২,৮৪৬

২) মহারাষ্ট্র-৬৭৫

৩) তামিলনাড়ু-৩৪৮

৪) রাজস্থান-৩১৮

৫) দিল্লি-৩৪৪

৬) মধ্যপ্রদেশ -২৮৫

৭) কর্নাটক-২০২

৮) ওড়িশা-১৬৮

৯) গুজরাত-১৬২

১০) পশ্চিমবঙ্গ-১৪৬

১১) অন্ধ্রপ্রদেশ-১৪১

সুস্থ ১৪ হাজার

দৈনিক সংক্রমণ কমার অর্থ দৈনিক সুস্থতাও ক্রমশ কম হওয়া। গত ২৪ ঘণ্টায় দেশে সেই সুস্থতার সংখ্যাটা তাঁর আগের দিনের তুলনায় আরও কিছুটা কমেছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ১২৩ জন। ফলে দেশে এখন সুস্থতার সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার ৬৭৩-এ। সুস্থতার হার বর্তমানে রয়েছে ৯৮.৬০ শতাংশে।


গত ২৪ ঘণ্টায় ভারতে ২২৩জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো  ৫ লক্ষ ১৪ হাজার ২৪৬ জনে। ভারতে মৃত্যুহার ১.২০ শতাংশ।