Corona vaccine : বাক্স ভর্তি মেয়াদ উত্তীর্ণ করোনা টিকা ! চিকিৎসকদের দাবি ছ’মাস ব্যবহার নিরাপদ 

Corona vaccine : বাক্স ভর্তি মেয়াদ উত্তীর্ণ করোনা টিকা ! চিকিৎসকদের দাবি ছ’মাস ব্যবহার নিরাপদ 

ছবি: প্রতীকী

এননিউজ ডেস্ক 

‘ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক নিজেই জানিয়েছে, আরও ছ’মাস নির্বিঘ্নে ব্যবহার করা যাবে কো-ভ্যাকসিন’

সন্তোষপুরের বাসিন্দা কৃষ্ণা সুর দিনকয়েক আগে টিকা নিতে গিয়েছিলেন মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেলো, কোভ্যাক্সিনের প্যাকেটের লেখা ৩১ অক্টোবর মেয়াদ শেষ। কৃষ্ণাদেবীর স্বামী রঞ্জিত শূরের কথায়, মেয়ার উত্তীর্ণ টিকা কীভাবে নেওয়া সম্ভব? আমরা টিকা নিইনি। অভিযোগ জানিয়েছি রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে। ২০ ডিসেম্বরের ঘটনা। এমনটিই সূত্রের খবর। 

এ টিকা নিলে  নেওয়া হলে বিপরীত হবে না তো? প্রশ্ন ওঠারই কথা। ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে। তবে চিকিৎসকদের দাবি, এসব টিকা আরও ছ’মাস ব্যবহার করা যাবে । 

অন্যদিকে মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চেয়ারম্যান অলোক রায় ভাষায়, কো-ভ্যাকসিনের বাক্সের গায়ে  মেয়াদ উত্তীর্ণ’র তারিখ ৩১ অক্টোবর লেখা। তারপরও ওই ভ্যাকসিন নিতে কোনও অসুবিধা নেই। অলোক বাবুর  দাবি, ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক নিজেই জানিয়েছে, আরও ছ’মাস নির্বিঘ্নে ব্যবহার করা যাবে কো-ভ্যাকসিন। জানা গিয়েছে, শুধুমাত্র কো ভ্যাকসিন নয়, অনেক স্পুটনিক ভি বাক্সের গায়েও লেখা ‘এক্সপেয়ারি ডেট’ সেপ্টেম্বর ৩০ অথবা অক্টোবর ৩১!

পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. শুভ্রজ্যোতি ভৌমিক জানালেন, মেয়াদ ফুরনো টিকা নিতে ভয়ের কিছু নেই। কিন্তু তা অমূলক।  যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকেই জানানো হয়েছে এসব ভ্যাকসিন আরও ছ’মাস ব্যবহার করতে কোনও অসুবিধে নেই।