Corona vaccine : করোনার টিকা গ্রহণে পিছিয়ে গৃহকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গৃহকর্মীর সহায়তা ছাড়া অনেক পরিবার প্রায় অচল। কর্মস্থলের পথে ব্যস্ত মানুষদের নির্ভর করতে হয় গৃহকর্মীর ওপরে। ঘরসংসার সামলানোর দায়িত্বটা প্রায় তারাই পালন করে থাকে। সেই গৃহকর্মীরাই পিছিয়ে রয়েছে করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে।
‘দক্ষিণ এশিয়ায় গৃহভিত্তিক শ্রমিকদের জীবন ও জীবিকার ওপর করোনার প্রভাব এবং নারীর প্রতি সহিংসতা’ বিষয়ক প্রতিবেদনে এম,ন তথ্য ওঠে এসেছে। বুধবার ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠান ওশি ফাউন্ডেশন প্রতিবেদনটি উপস্থান করে।
করোনার টিকাগ্রহণ বিষয়ে ৬০জন গৃহশ্রমিকের ওপর এক জরিপের তথ্য তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয়, আগস্ট ২০২১ পর্যন্ত উত্তরদাতাদের মধ্যে মাত্র একজন টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছে। উত্তরদাতাদের ৮২শতাংশ তখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য অপেক্ষমান ছিলেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘টিকাদান যে পরিস্থিতির উন্নতি ঘটাবে এমন আশা ২০২১ সালের অক্টোবরেও পুরোপুরি উপলব্ধি করা যায়নি। যদিও এই অঞ্চলের অন্যান্য দেশগুলো তাদের নাগরিকদের সন্তোষজনক গতিতে টিকাদান চালাচ্ছিল। অবশ্য সেসময়ে বাংলাদেশে টিকার ঘাটতি, নিবন্ধন সমস্যা এবং অব্যবস্থাপনার কারণে টিকাদানের অগ্রগতি ব্যাহত হচ্ছিল।
যা কিনা সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং পুরোদমে ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করেছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন এবং ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রিজওয়ানা এসময়ে উপস্থিত ছিলেন।