Coronaviru : ঝড়ের গতিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
রাজ্যে গত সোমবার সংক্রমণ ছিল ৪৩৯। ছয়দিনের ব্যবধানে রবিবার তা পৌঁছে গেল ছয় হাজারের গণ্ডি। এসময়ে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় প্রায় ১৫ গুণ বেশি। কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে কলকতা মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও পৌঁছে গেল ১৬ শতাংশের কাছাকাছি।
এদিন রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত কলকাতায়। বুলেটিনে বলা হয়েছে, এক সপ্তাহে কলকাতাতেই সংক্রমণ বৃদ্ধির হার সব চেয়ে বেশি। মহানগরীতে গত বুধবার যেখানে দৈনিক সংক্রমণ ছিল সাড়ে পাঁচশোর কাছাকাছি, শনিবার তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল ২ হাজার ৩৯৮। আর রবিবারই সেই সংখ্যাটা টপকালো ৩ হাজার ১৯৪জনে। আক্রান্তর দিক দিয়ে জেলাভিত্তিক তালিকায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।
শুক্রবার আক্রান্তর সংখ্যা পাঁচশোর কাছাকাছি, রবিবার তা পৌঁছালো ৯৯৪ জনে। আর শনিবার হাওড়ায় সংক্রমণ ছিলো চারশো। রাত পোহাতেই রবিবার তা পৌঁছালো ৫৯৫জনে। হুগলিতে এবং দক্ষিণ ২৪ পরগনায় লাগামছাড়া হারে বাড়ছে দৈনিক সংক্রমণ।
স্বাস্থ্য বুলেটিন
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্তর সংখ্যা ৬ হাজার ১৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪৯ হাজার ১৫০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪০৭ জন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৬ লক্ষ ১২ হাজার ৩৩১ জন। সুস্থতার হার রয়েছে ৯৭.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৮ জন। মোট প্রাণ হানির সংখ্যা ১৯ হাজার ৭৮১ জন। মৃত্যু হার ১.২০ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮ জন। সুস্থতার হার রয়েছে ৯৭.৭৭ শতাংশ।