Coronavirus : করোনার বিস্তাররোধে কঠোর অবস্থানে হাসিনা সরকার, বিয়েসহ সকল অনুষ্ঠান বন্ধ 

Coronavirus : করোনার বিস্তাররোধে কঠোর অবস্থানে হাসিনা সরকার, বিয়েসহ সকল অনুষ্ঠান বন্ধ 

নিজস্ব প্রতিবেদক 

ঝড়ের গতি বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। আগের দিন যেখানে ছিলো সাড়ে ৯ হাজার, রাত পোহাতেই তা একলাফে পৌছে গেলো ১০ হাজার ৮৮৮ জনে। পাঁচ মাস পর ফের দশ হাজার ছাড়ালো করোনা আক্রান্তর সংখ্যা। করোনায় মারা গিয়েছেন ৪ জন। ২৪ ঘণ্টায় সোয়া ৪১ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ শতাংশ ছাড়ালো। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। 

এর আগে গত বছরের ১০ অগাস্ট ১১ হাজার ১৬৪ জনের সংক্রমণ ধরা পড়েছিল। করোনা উর্ধমুখি প্রার্দুভাবের লাগাম টানতে বিয়েসহ সকল রকমের সামাজিক-সাংস্কৃতিক এবং উন্মুক্তস্থানে সমাবেশ বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মান্যতায় প্রশাসনকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিয়ত উর্ধগতিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। যে কোন সময়ের চেয়ে এটা কয়েকগুণ বেশি। 

করোনার পরীক্ষায় হাসপাতালে হাসপাতালে মানুষের দীর্ঘ লাইন। পরীক্ষা করতে আসা মানুষের একটা বড় অংশই সংক্রমনের তালিকায় অন্তর্ভূক্ত হচ্ছে। ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনেই শনাক্তর সংখ্যা বেড়েছে তিনগুণ! চোখ কপালে ওঠা এমন আশঙ্কাজনক তথ্যই জানালেন হাসপাতালের ডাইরেক্টর ডা.  মো. নিয়াতুজ্জামান। জানালেন শনাক্তের হার যে কোন সময়ের চেয়ে অনেকগুণ বেশি।

স্বাস্থ্যবিধি মান্যতায় আগের তুলনায় মানুষ সচেতন হলেও বাড়ি বাইরে একটা মোটা দাগের মানুষ এখনও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মান্যতায় সারাদেশে মাঠে নামছে প্রশাসন। 

করোনা পরিস্থিতি সামাল দিতে জোর প্রস্তুতি নিয়েছে হাসিনা সরকার। করোনা চিকিৎসায় বেড রয়েছে ২০ হাজার। ৪০ হাজার নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। ১৫ হাজার ডাক্তার ছাড়াও নার্স ও টেকনিশিয়ান রয়েছে ২০ হাজার। বাংলাদেশে অক্সিজেনের কোন রকমের সংকট নেই। বর্তমানে ১৩০টির মতো হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। 

ঢাকার প্রতিটি ওয়ার্ডে শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ এবং জনস্বার্থে জারিকৃত সরকারি নির্দেশনা  বিষয়ে মসজিদের মাইকে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

ঢাকা ও যশোরের পর এবারে বন্দর নগরী চট্টগ্রামে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ নিয়ে বাংলাদেশে মোট ৭১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হলো। নতুন শনাক্ত সবাই চট্টগ্রামের বাসিন্দা। গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী। বৃহস্পতিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে।


করোনার উর্ধগতি সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন করে পাঁচটি পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটি বলেছে, করোনা পজিটিভ রোগীর লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকবেন। রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তির উপসর্গ না থাকলে আইসোলেশনের প্রয়োজন হবে না।