Cricket : অস্ট্রেলিয়ার দাপটে চাপের মুখে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উল্লাস
এননিউজ ডেস্ক
দিবারাত্রি ম্যাচের তৃতীয় দিন শনিবার প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৩৬ রানে। ২৩৭ রানের লিড পায় স্বাগতিকরা। অ্যাডিলেড টেস্টে ব্যাটিংয়ের পর বল হাতেও অস্ট্রেলিয়ার আধিপত্য বিস্তারে চাপের মুখে ইংল্যান্ড।
জানা যায়, দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস ২১ ও নাইটওয়াচম্যান মাইকেল নেসার ২ রানে ব্যাট করছেন। রান আউট হয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার (১৩)। আর দুই ইনিংস মিলে স্মিথবাহিনীর লিড এখন ২৮২ রান। কার্যত ম্যাচে চালকের আসনে অস্ট্রেলিয়া।
শনিবার দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২১৯ রান যোগ করতে পেরেছে ইংল্যান্ড। ডেউইড মালান ও অধিনায়ক জো রুটের জোড়া হাফ সেঞ্চুরিই যার মূল রসদ। তাদের ১৩৮ রানের জুটি ভাঙার পর বেন স্টোকস, ক্রিস ওকস ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পার করতে পারেননি। তাই ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরটাও খুব একটা বড় নয়। মালান সর্বোচ্চ ৮০, রুট ৬২ রান করেন। স্টোকস ৩৪, ওকস ২৪ রানে ফিরেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩৭ রানে চারটি, লিঁও তিনটি, গ্রিন দুটি ও নেসার একটি উইকেট পান।