Dipu Moni : অচিরেই মিলবে তিস্তা সমাধান শিক্ষামন্ত্রী দীপু মনি

Dipu Moni : অচিরেই মিলবে তিস্তা সমাধান  শিক্ষামন্ত্রী দীপু মনি

এননিউজ  ডস্কে 

কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবসের দ্বিতীয় দিনের শেষ অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা আয়োজনের অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।   

এদিন তিস্তা প্রসঙ্গ টেনে  ডা. দীপু মনি  বলেন, যে কোনো নদী, সেটি যেখান থেকে বয়ে যায়, তার শুরু থেকে শেষ পর্যন্ত যত জনপদ দিয়ে প্রবাহিত হয়,  সেই জনপদের সকলের মানুষের সেই জলের ও নদীর ওপর অধিকার রয়েছে। আমি বিশ্বাস করি ভারত-বাংলাদেশের মৈত্রীর  যে সুসম্পর্ক বিদ্যমান তাতে তিস্তা সংকটের সমাধান অচিরেই হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কবি কামাল চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’, ইংরেজি অনুবাদ ‘টুঙ্গি পাড়ার গ্রাম থেকে’ এবং ‘শান্তিনিকেতন বাংলাদেশ ভবনসহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি বলেন, আমি মনে করি ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো ও প্রাণবন্ত। আমাদের দুই দেশের মানুষ, রাজনৈতিক দল এবং যারা একাডেমিতে আছে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সব পর্যায়েই দুই দেশের সুসম্পর্ক রয়েছে। ১৯৭১ সাল থেকে যে সম্পর্ক সুদৃঢ় হয়েছে তা সহজে নষ্ট হবার নয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য আরমা দত্ত এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান,  শিক্ষাবিদ পবিত্র সরকার প্রমুখ।