Durga Puja : বাংলাদেশে ৩২ হাজারের অধিক পুজার আয়োজন 

Durga Puja : বাংলাদেশে ৩২ হাজারের অধিক পুজার আয়োজন 

দুর্গা প্রতিমার সঙ্গে নৃত্য শিল্পী মহিমা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 


উৎসব আনন্দকে বুকে চেপে অতিমারির দুই বছর সাত্তিক পুজোয় সীমাবদ্ধ ছিলো বাংলাদেশের শারদীয় দুর্গোৎসব। এবারে  যে তা আর থাকছে না, সেই বিষয়টি জানান দিয়েছিলো সম্প্রতি সমাপ্ত জন্মাষ্টমীর মহামিছিল ঘিরেই। 

এবারের দুর্গোৎসবের মানুষের ঢল নামবে তা আয়োজক থেকে শুরু করে সর্বমহলে আলোচনা চলছে। দুর্গোৎসবকে সামনে রেখে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে শুক্রবার বাংলাদেশ পুজা উদযাপন পরষদের  বর্ধিত সবার উপস্থিতিই জানাচ্ছিল এবারে উৎসবে বাধা উচ্ছ্বাসের বিষয়টি। 

বাংলাদেশে এ বছর ৩২ হাজার ১৬৮টি মন্দির ও মণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বিদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব ঘিরে মূর্ত্তি গড়ার কাজে ব্যস্তসময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। কারিগরের অভাবে প্রতিমা গড়ার কাজে কিছুটা ধীর গতির কথা জানালেন প্রতিমা শিল্পী বলাই পাল।

পুজা ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে প্রচণ্ড ব্যস্ততা। পুরাতন ঢাকার বাংলাবাজর জমিদার বাড়ির প্রাঙ্গণে পা রাখতেই দেখা গেল রীতিমত মূর্ত্তির হাট। সেখানে মহিমা নামের নৃত্যশিল্পী তার নতুন অ্যালবামের ফটো সেশনে ব্যস্ত। এক পর্যায়ে কথা হলো প্রতিভাবান কলেজ পড়ুয়া এই নৃত্যশিল্পীর সঙ্গে। বললেন, পুজো উপলক্ষে নাচের অ্যালবাম করেছেন। সামনের সপ্তাহেই রিলিজ হচ্ছে। আগামীতে আরও ভালো কিছ করার ইচ্ছে রয়েছে। 

করোনার রেষ কাটতে না কাটতেই জলবায়ু সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনীতিতে চাপ পড়েছে। মন্দার কারণে প্রতিমা শিল্পীরা আগের দামেই মূর্ত্তি গড়ায় হাত লাগিয়েছেন। 

বাংলাদেশ পূজা উদযাপন পরষদের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ^দ্যালয়ের শিক্ষক ড. চন্দ্রনাথ পোদ্দার জানিয়েছেন, পুজোয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। তাদের দাবি ছিলো, যে কোন ধর্মী উৎসব ঘিরে যেন ভিতীকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই দিকে নজর দিতে হবে। মানবিক উন্নয়ন বিষয়টিকে গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। মানবিক অপরিপক্কতার কারণেই সমাজের  সুষ্ঠু পরিবেশ বিঘ্ন ঘটে। 

বাধ ভাঙ্গা উৎসবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎসবে বিপুল পরিমান ভক্তের সমাগম ঘটে। মাস্ক বিতরণ ছাড়াও স্বাস্থ্য সচেতনতাও আনন্দ উৎসবে অংশ হয়ে থাকছে। তেমনটিই জানালেন রমনা কালিমন্দির পরিচালনা পরষদের সাংগঠনিক সম্পাদক বিনয় ভক্ত। 

ঢাকার শাখারী বাজারের ব্যবসায়ীরা পুজোর প্রসরা নিয়ে দোকান সাজাতে ব্যস্ত। বিকিকিনি তেমন একটা জমে না ওঠলেও আগামী সপ্তাহ নাগাদ বিক্রিবাট্টা বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা।