Durga Puja দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য

Durga Puja   দুর্গাপূজা  বাঙালির ঐতিহ্য


নিজস্ব সংবাদদাতা 


শারদ উৎসবে মেতে ওঠেছে বাঙালি। সনাতনধর্মাবলম্বী মানুষের পাঁচদিনের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে দু’বছর পর আনন্দে আত্মহারা মানুষ। মহাষষ্ঠী পূজো দিয়ে শুরু হয়ে বিজয়া দশমীতে মায়ের কৈলাসযাত্রার মধ্য দিয়ে শেষে হয় দুর্গোৎসব। শিরচরের বিশিষ্ট সমাজসেবী এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের বাসিন্দা স্বর্ণলী চৌধুরী প্রতিবছরই নিজে ঘটা করে দুর্গোৎসবের আয়োজন করে থাকেন। পাশাপাশি পুজো উপলক্ষে পিছিয়ে জনগোষ্ঠীর মাঝে বস্ত্রসহ নানা জিনিষ বিতরণ করেন।

এবারেও এর ব্যতিক্রম ঘটেনি। স্বর্ণালী চৌধুরী জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির ঐতিহ্য। মনের তাগিদ থেকেই প্রতিবছর এই আয়োজন করে থাকেন তিনি। পুজো ঘিরে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চৌধুরী বাড়ির আঙ্গিনা। 

বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে স্বর্ণালী চৌধুরী বলেন, দুর্গাপূজায় আনন্দ উৎসবের কোন কমতি থাকেনা। তবে আমরা প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা করে থাকি।  বিজয়া দশমীতে বিহীত পুজা এবং সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ পাঁচদিনের মিলন মেলা।