Education Minister Dr. Dipu Moni : শিক্ষার্থীদের ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে 

Education Minister Dr. Dipu Moni : শিক্ষার্থীদের ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে 

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

দু’বছরের অতিমারীতে দুনিয়াজোড়া শিক্ষাব্যবস্থায় নানামুখি ধ্বস নেমে এসেছে। অর্থনৈতিক দিক বিবেচনা করে শিক্ষাব্যবস্থার অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেবার মতো পরিস্থিতি অদৌ হবে কিনা তা সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। এর পেছনে নানাবিধ করণ রয়েছে। 

বিশেষ করোনা অদিমারীকালে সকল বয়সী শিক্ষার্থীরাতো বটেই ঘরবন্দী এবং ইলেক্ট্রনিক্স ডিভাইজ ওপর নির্ভর সকল শ্রেণী-পেশার মানুষের যে পরিমাণ মানুষিক চাপসহ নানামুখি সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তা পুষিয়ে নেবার আযোজন কষ্টসাধ্য।  

সেক্ষেত্রে টানা প্রায় দু’বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নানামুখি সমস্যায় পড়ে শিক্ষার্থীরা। এখানে কেবল  পড়াশুনায় ঘাটতি রয়েছে এমনটি নয়।  করোনাকালীন সময়ে তাদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যে যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, সেই বিষয়টি সকলেরই জানা। 

তারপরও বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায়  যে ঘাটতি হয়েছে, তা  পুষিয়ে  নেবার পাশাপাশি আগের ন্যায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। বুধবার ঢাকা কলেজে ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন, ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন আয়োজনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।  

ডা. দীপু মনি  বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, কোথায় কেমন ঘাটতি রয়েছে। ঘাটতির বিষয়ে আরও নজরদারী বাড়ানো হবে। এক শিক্ষাবর্ষে হয়তো সব ঘাটতি পূরণ করা সম্ভব হবেনা। যেখানে যা ঘাটতি হয়েছে, তা পূরণের চেষ্টা করতে হবে। 
দীপু মনি বলেন, এইচএসসি পাশ করার পর যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম দিকে যে যে বিষয়ে শিক্ষার্থীরা শ্রেণিতে পাঠ গ্রহণ করবে তাদের সেই ক্ষেত্রে প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। করোনা পরিস্থিতির কিছু উন্নতি হওয়ায় শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস হবে। অন্যদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন  হয়েছে।