Educational Institutions : শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাশ শুরু ১৫ মার্চ  

Educational Institutions : শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাশ শুরু ১৫ মার্চ  

ছবি সংগ্রহ 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

করোনার দগদগে ক্ষত এখন শুকায়নি। গত দু’বছরে দুনিয়াজোড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উপাসনালয়ের কপাট বন্ধ হয়ে যায়। হতাশায় ডুব দেয় পড়ুয়ারা। তাদের নিত্যসঙ্গী ইলেক্ট্রনিক্স ডিভাইস। শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে কোমলমতি পড়ুয়ারা। দুঃশ্চিন্তা তাড়া করে অভিভাবকদের। কিন্তু তারাও উপায়হীন। অবশেষে করোনার ফণা নিস্তেজ হতে শুরু করলে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানের কপাট খুলতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ থেকে বাংলাদেশে পুরোদমে ক্লাশ শুরু হতে। 

শনিবার ঢাকায় একটি শিক্ষা প্রতষ্ঠানের উদ্বোধনী  অনুষ্ঠানে যোগ দিয়ে এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানালেন করোনা পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। ১৫ মার্চ থেকে সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু হবে। মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে জানিয়ে  মন্ত্রী বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক। যাতে তাদের পাঠদান আনন্দদায়ক হয় সে ব্যবস্থা করা হচ্ছে। 

করোনা সংক্রমণ রুখেতে সর্বশেষ চলতি বছরের  ২১ জানুয়ারি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। ২ মার্চ থেকে সশরীরে প্রাথমিকে ক্লাস শুরু হয়।