Eruption in Tonga : টোঙ্গায় সমুদ্রে ভয়ঙ্কর অগ্নুৎপাত, সুনামির সতর্কতা

Eruption in Tonga : টোঙ্গায় সমুদ্রে ভয়ঙ্কর অগ্নুৎপাত, সুনামির সতর্কতা

ছবি সংগ্রহ


এননিউজ ডেস্ক



টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতন শুরু হয়েছে। এ কারণে দেশটির অধিকাংশ এলাকায় জারি করা হয়েছে সুনামির সতর্কতা। শনিবার এক প্রতিবেদনে টোঙ্গার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্নুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দিয়েছে।


বলা হচ্ছে, আগ্নেয়গিরি জালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে ওঠেছে।  প্রায় দুই দিন ধরে রাজধানী নুকুয়ালোফায় বৃষ্টির মতো ঝরে পড়ছে। দেশটির পুলিশ বাহিনী ইতোমধ্যে রাজধানীবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।