Fazle Anwar Beg  :  জাতীয় শোক দিবসের পর কর্মসূচি নিয়ে মাঠে নামবে ‘টিএন্ডটি ইউনিট’, বেগ

Fazle Anwar Beg  :  জাতীয় শোক দিবসের পর কর্মসূচি নিয়ে মাঠে নামবে ‘টিএন্ডটি ইউনিট’, বেগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

চোখে মুখে তার সুস্থ সমাজ গঠনের স্বপ্ন। আগামীর কান্ডারিদের সঠিকভাবে পথ দেখানো সম্ভব না হলে আমরা পিছিয়ে যাব। পিছিয়ে যাবে অগ্রসরমান বাংলাদেশ। কুপি-হারিকেনের বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। পদ্মাসেতু, কর্ণফুরী টানেল, বে-টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি এসেছে শেখ হাসিনার হাত ধরেই। শুধু তাই নয়, মহাকাশ জয়ের পাশাপাশি জলের তলায় সাবমেরিন, একবার ভাবুনতো? এটাই আজকের বাংলাদেশ-আমাদের অংহকার। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার দূরদর্শিতায় লালসবুজে খচিত অর্জিত পতাকার বাংলাদেশ বিশ্বদরবারে মার্থ উচু করে দাড়িয়েছে। কি নেই আমাদের? আজকের যে উন্নয়ন ধারা বহমান, তা ধরে রাখতে আগামী প্রজন্মকে সঠিক পথের দিশা দিতেই আমরা কাজ করে চলেছি। নবগঠিত টিএণ্ডটি, আলহেলাল জোন এবং ব্যাংক কলোনীসহ বিশাল এলাকা মিলিয়ে আওয়ামী লীগের নবগঠিত ইউনিটের সাধারণ সম্পাদক ফজলে আনোয়ার বেগ এসব কথা তুলে ধরেন।

ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। এর সভাপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। উপমহাদেশের হিমালয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলার অপামর মানুষের ভাগ্য পরিবর্তনে জীবনভর সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। এজন্য তার মধ্যে কোন দুঃখ ছিল না। তিনি সব সময় একটি কথা গর্বের সঙ্গে উচ্চারণ করে বলতেন ‘আমার বাংলার মানুষ যাতে কোন কষ্ট না পায়, সেই জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি’।

বাংলার অভিসংবাদীত নেতা আজ আর নেই। একটু থেমে ফজলে আনোয়ার বেগ ফের বলেন, তার আদর্শ আমাদের সবসময় শক্তি যোগাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশের আগ্রযাত্রা এগিয়ে নিতে আমাদের দল আওয়ামী লীগ নিরন্তন কাজ করে চলেছে।

বেগ বলেন, বঙ্গবন্ধুর পর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চমক সৃষ্টি করেছে। শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং আফগানিস্তানকে বাংলাদেশ সহযোগিতা করছে। এটি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে শক্তিযোগাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক দেশের পাশে দাড়াতে পেরেছে।

ফজলে আনোয়া বেগ বলেন, আমাদের ইউনিটের তরফে নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের পরই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কর্মসূচি নিয়ে মাঠে নামবো। আপনারা জানেন মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি রয়েছে বাংলাদেশের উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা যেকোন মূল্যে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ।