Fuel prices : যুদ্ধের বারুদে বাড়লো জ্বালানির দাম 

Fuel prices : যুদ্ধের বারুদে বাড়লো জ্বালানির দাম 

ছবি সংগ্রহ


এননিউজ ডেস্ক 


প্রায় মাস তিনেকের মাথায় ফের বাড়ল জ্বালানির দাম। যা কার্যকর হয়ে গেলো  সোমবার মধ্যরাত থেকে। পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে লিটার প্রতি ১০৫.৫১ টাকা। আর  ডিজেলের দাম লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯০.৬২ টাকা। রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৫০টাকা বেড়ে  পৌছেছে ৯৭৬ টাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পরই বিশ্বের অর্থনীতিবিদরা যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, অবশেষে সেই ধাক্কাটাই জোড়ালো হলো। উর্ধগতি জ্বালানির মূল্য। পেট্রল-ডিজেলের দামে জোড়া ধাক্কা। রান্নার গ্যাস প্রায় হাজার ছুঁইছে। এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২৬ দিন।  অবশ্য রাশিয়ার ওপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে ঠেলে তুলেছিল।

আকাশছোঁয়া অশোধিত তেল বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হিসাবে ভারতকে উদ্বেগে রেখেছিল। বিশেষেজ্ঞরা ধরে নিয়েছিলেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরই জ্বালানির দাম বাড়ানোর আরেক দফা বাড়তে পারে। গত ১০ মার্চ নির্বাচনের ফল বেরনোর পর ভারতের বাজারেও পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি ছিল স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে তাই হলো।