Hasan Arif : চলে গেলেন বাচিকশিল্পী হাসান আরিফ

হাসান আরিফ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ রোগভোগের পর ৫৭ বছর বয়সে চলে গেলেন বাচিকশিল্পী হাসান আরিফ। বাংলাদেশের বরেণ্য এই বাচিক শিল্পী করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কিডনি জটিলতাও দেখা দিয়েছিলো। এক পর্যায়ে তার দেহে ইনফেকশন দেখা দিয়েছিলো। শুক্রবার বেলা দুটা নাগাদ তার মৃত্যু হয়। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। আশির দশকের মাঝামাঝি সময় থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে ডিসেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন। তার শরীরিক অবস্থার উন্নতি ঘটেনি। অবশেষে সথীর্থদের হাত ছেড়ে পারি জমালেন না ফেরার দেশে।
শ্রদ্ধাতে জানাতে শনিবার তার মরদেহ বেলা ১১টা থেকে দটা পর্যন্ত রাখা হবে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে। বিকালে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।