ISL 2021: স্টুয়ার্টের হ্যাটট্রিক, ওড়িশাকে উড়িয়ে দিয়ে জামশেদপুর দ্বিতীয় স্থান

এ বারের আইএসএল-এ প্রথম হ্যাটট্রিক গ্রেগ স্টুয়ার্টের : ছবি ISL Twitter
এননিউজ ডেস্ক
জামশেদপুর এফসি ৪ (পিটার হার্টলে, গ্রেগ স্টুয়ার্ট ৩) ওড়িশা এফসি ০
ভাস্কো (গোয়া): আগের ম্যাচে মুম্বইয়ের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিলো জামশেদপুর। মঙ্গলবার লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা সেই জামশেদপুর পর্যুদস্ত করল টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ওড়িশাকে।
মঙ্গলবার ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ওড়িশা এফসিকে ৪-০ গোলে হারিয়ে আইএসএল টেবিলে দ্বিতীয় স্থানে উঠল জামশেদপুর এফসি। ৬টা ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। জামশেদপুরের জয়ের মূলে ছিলেন গ্রেগ স্টুয়ার্টের হ্যাটট্রিক।
এ ম্যাচের জিতে ওড়িশা চলে গেল টেবিলের চতুর্থ স্থানে। ৫টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।
প্রথমার্ধেই ৪ গোল
এ দিনের ম্যাচে চারটি গোলই হয় প্রথমার্ধে। আরও স্পষ্ট করে বলতে গেলে ম্যাচের ৩৫ মিনিটের মধ্যে। বাদ বাকি সময় গোলশূন্য।
প্রথমার্ধ জামশেদপুর যে রকম আক্রমণাত্মক খেলেছিল, তাতে মনে হয়েছিল দ্বিতীয়ার্ধে তারা আরও গোল করবে। বরং ওড়িশাই বেশ কয়েক বার আক্রমণে উঠে আসলেও কাজের কাজ হয়নি। এতে পরাজয়ের ব্যবধান একটুও কমাতে পারেনি তারা।
ম্যাচের ৩ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের কর্নার থেকে হেড করে গোল করেন পিটার হার্টলে। এর পরের মিনিটেই গোল স্টুয়ার্টের। ওড়িশার বক্সে বল পেয়ে ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে ওড়িশার গোল লক্ষ্য করে নিখুঁত শট নেন স্টুয়ার্ট।
ম্যাচের ৩৫ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন স্টুয়ার্ট। ডান দিক দিয়ে ছুটে গিয়ে ওড়িশার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে স্টুয়ার্ট যে শট নেন, তা বাঁচাতে পারেননি কমলজিৎ। স্বাভাবিক ভাবেই এ দিন ‘হিরো অব দ্য ম্যাচ’ হন গ্রেগ স্টুয়ার্ট।