Imran Khan : ইমরান খানকে পদত্যাগের নির্দেশ পাকসেনা প্রধানের

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
বেজে ওঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায় ঘন্টা। এবারে তার পদত্যাগের নির্দেশনা আসলো পাকসেনা প্রধানের তরফে। আর সেটা চলতি মাসেই ইস্তফার তারিখটা ঠিক করে দিয়েছে পাক সেনার শীর্ষ আধিকারিকেরা। পাকিস্তান সংবাদ সূত্রের খবর, ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাক সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজবা ও আরও তিন লেফটেন্যান্ট জেনারেল।
সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকের পর লেফটেন্যান্ট জেনারেল নদিম আঞ্জুম ইমরান খানের সঙ্গে দেখা করেন। এবং জানা গিয়েছে, ইমরান খানকে ইস্তফার দেওয়ার কথা বলা হয়েছে।
বহুবার সতর্ক করা সত্ত্বেও ইমরান খান লাগাতার এমন কিছু কাজ করে গেছেন, যা নিয়ে পাকসেনা রীতিমতো ক্ষুব্ধ। অন্যদিকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ইমরান খানের বিরুদ্ধে তাঁর নিজের দলের সাংসদরাই ভোট দেবে। ইমরান খান বহু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার বাঁচাবার। কিন্তু তিনি তাতে কতটা সফল হবেন, সেটাই এখন দেখার বিষয়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান। বৈঠকে অনাস্থা প্রস্তাব থেকে শুরু করে বলোচিস্তানে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।