Jalpaiguri: হড়পা বান জলপাইগুড়ির মাল নদীতে,   প্রতিমার সঙ্গে ভেসে গিয়ে মৃত ৭, বহু নিখোঁজ 

Jalpaiguri: হড়পা বান জলপাইগুড়ির মাল নদীতে,   প্রতিমার সঙ্গে ভেসে গিয়ে মৃত ৭, বহু নিখোঁজ 

হড়পা বানে ভেসে যাওয়ার মুহূর্ত ছবি সংগ্রহ

এননিউজ ডেস্ক 

হঠাৎ জলস্তর বেড়ে গিয়ে বিপত্তি জলপাইগুড়ি জেলার মালবাজারে। এখানের হড়পা বানে মাল নদীতে ভেসে গেলেন প্রতিমা বিসর্জন দিতে  আসা বহু মানুষ। আকস্মিক ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ। মাঝ নদীতে চড়ায় আটকে রয়েছে বহু মানুষ।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী এবং পুলিশ। আটকা পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করেন তারা।  প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, আচমকা পাহাড় থেকে জল নেমে এসে এই ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রের খবর, অন্তত ২০-২৫ জন নিখোঁজ।

জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অল্পবয়সি এবং প্রাপ্ত বয়স্করা রয়েছেন। ভাসানের সময় বহু মানুষ নদীর চরে দাঁড়িয়ে ছিলেন। তবে কতজন ভেসে গিয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে। ১১জনকে জলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, রাত সাড়ে ৮টা নাগাদ হড়পা বান নেমেছিল। তার জেরে কয়েক জন ভেসে যান। তাদের মধ্যে সাত জনের দেহ উদ্ধার হয়েছে। কয়েক জন নদীর চরে আশ্রয় নেন। যারা আশ্রয় নিয়েছিলেন তাদের সকলকে উদ্ধার করা হয়েছে। এখনও নদীতে তল্লাশি অভিযান চরছে। উদ্ধার কাজে রয়েছে, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনি এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনী।