ভোট লুঠ হলে রাস্তায় নামতে হবে, শুভেন্দু

শুভেন্দু অধিকারী ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে প্রচারের শেষ প্রান্তে আশঙ্কা প্রকাশ অব্যাহত রেখেছে বিরোধী শিবির। রাজ্যের পুলিশে প্রতি অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতেও গিয়েছিলো বিজেপি। আদালত তা খারিজ করেন। এরপরই শাসক ও প্রশাসনের উদ্দেশে বৃহস্পতিবার স্পষ্ট হুঁশিয়ারি শুভেন্দু।
কলকাতার পুরভোটে কোন রকমের বাধা এলে শহর অচল করার হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারে আরও এক পা এগিয়ে শুক্রবার বিজেপির কর্মীদের প্রতি তাঁর নির্দেশ কলকাতায় ভোট লুঠ হলে সর্বত্র রাস্তায় নামতে হবে।
এদিন তমলুকে কর্মসূচিতে যোগ দিয়ে এ দিন সেই প্রসঙ্গ টেনেই দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ১৯ ডিসেম্বর কলকাতার ভোটের দিন। সব পার্টি অফিস বোঝাই রাখবেন। কলকাতায় মারলে, লুট করলে, রাস্তা অবরোধ হবে।
পুরভোটে মনোনয়নের সময় থেকেই ভয় দেখানো ও গা-জোয়ারির অভিযোগ করছে বিজেপি এবং অন্য দুই বিরোধী পক্ষ বাম ও কংগ্রেস। তৃণমূলের পাল্টা জবাব, সংগঠন ও জনসমর্থন না থাকায় হালে পানি না পেয়ে বিরোধীরা এই সব অভিযোগ করে চলেছে। শুভেন্দু অবশ্য নিজের অবস্থানে অনড় থেকে এ দিনও বলেন, প্রার্থীকে মারলে, এজেন্টকে মারলে, যে পঞ্চাশ, একশো, দুশো, বিশ, পঁচিশ, যেখানে যাঁরা আছেন, সবাই জায়গায় রাস্তায় নামবেন।