প্রহসনের পুরভোট বাতিলের দাবিতে রাজভবনে শুভেন্দু

ছবি: সংগৃহীত
এননিউজ ডেস্ক
কলকাতার পুরভোটকে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রহসনের নির্বাচন বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। ভোট শেষে রবিবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের পর বলেন, এই নির্বাচনে কলকাতার প্রকৃত ২০ শতাংশ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, এদিন শহর জুড়ে নির্বিচারে বুথ দখল ও ছাপ্পা ভোট হয়েছে। এ অবস্থায় রাজ্যপালের কাছে পুরো ভোট বাতিল করে পুনর্নিবাচনের দাবি জানিয়েছেন তারা। রাজভবন থেকে বেরিয়ে পুরভোটে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে শুভেন্দু বাবু বলেন, আমরা সিপিএমের আমলে লড়াই করেছি। ১৯৯০ সালের নির্বাচনকে রিগিং নির্বাচন বলতাম। কিন্তু এ বারের ভোট সবকিছু ছাপিয়ে গিয়েছে।