Kanchrapara : দিদির হাত মাথায় নিয়ে জয়লাভ, কাঁচরাপাড়ায় ভোটে জিতে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর

শুভ্রাংশু রায়: ফাইল ছবি
এননিউজ ডেস্ক
বিজেপিতে যাওয়াটা যে ভুল ছিলো তা স্বীকার করে নিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। ১ হাজার ৬৪৬ ভোটে জয় নিশ্চিত করেন। বুধবার বলেন, বিজেপিতে যাওয়াটাই আমার ভুল ছিল। দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারে না।
ভোটের লড়াই অনেকটাই কঠিন ছিল জানিয়ে শুভ্রাংশু বলেন, আমাকে হারাতে কংগ্রেস, বিজেপি আমার বিপক্ষে একসঙ্গে লড়াই করেছে। কিন্তু মানুষ আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমার বাবাই আমার অভিভাবক। আমি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি।
প্রসঙ্গত, ২০১৯ সালের মে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভ্রাংশু। বিজেপিতে পা বাড়ানোয় তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত তিনি বীজপুরের বিধায়ক ছিলেন। ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ফলাফল ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই তৃণমূলে ফেরেন শুভ্রাংশু।