Kolkata News : হরিদেবপুরের নিজ বাড়িতেই খুন বাপ্পা ভট্টাচার্য

Kolkata News : হরিদেবপুরের নিজ বাড়িতেই খুন বাপ্পা ভট্টাচার্য

ছবি সংগ্রহ 

এননিউজ ডেস্ক 

বাড়ির শৌচালয়ে মিললো বাপ্পা ভট্টাচার্য’র রক্তাক্ত দেহ। হরিদেবপুরে নিজের বাড়িতে একাই থাকতেন বাপ্পা। গোটা বিষয়টিতে তদন্তে মাঠে রয়েছে লালবাজার। হোমিসাইড শাখার পাশাপাশি সায়েন্টিফিক উইং ও ফরেন্সিক দল। পুলিশ সূত্রের খবর,  মৃতদেহে পচন ধরতে শুরু করেছিল। তদন্তকারীদের সন্দেহ, বাপ্পা ভট্টাচার্যকে খুন করা হয়েছে। এঘটনায় ৪ থেকে ৫ জনের একটি দল  জড়িত থাকতে পারে। 

পুলিশ সূত্রে দাবি, মৃতদেহের মাথা ও শরীরের বিভিন্ন  জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খাটের ওপর খুনের পর মৃতদেহ সরানো হয় শৌচালয়ে। খুনের মোটিভ কী, এটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ বা সম্পত্তি নিয়ে বিবাদ? পুলিশ সূত্রে খবর, যে সহকর্মীদের আসার কথা ছিল, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।  সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে মৃতের মোবাইল ফোনের কল লিস্ট। 

জানা গিয়েছে, বাড়ির দোতলায় একাই থাকতেন বেসরকারি সংস্থার কর্মী বাপ্পা ভট্টাচার্য। নীচের তলা বন্ধ থাকত। কর্মসূত্রে স্ত্রী ব্যাঙ্গালোরে। বিয়ের পর মেয়ের বসবাস উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। স্ত্রীর দাবি রবিবার স্বামীর সাথে শেষবার মতো কথা হয়। তারপর থেকে বাপ্পা ভট্টাচার্যের মোবাইল ফোনটি বন্ধ।