Landslide risk : দার্জিলিং এবং কালিম্পঙে ভূমিধসের আশঙ্কা কমলা সতর্কতা জারি

ফাইল ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
কমলা সতর্কতা দার্জিলিং এবং কালিম্পঙে। পশ্চিমী ঝঞ্ঝার আগমনে রবিবার উত্তরবঙ্গের দুই জেলায় প্রবল বৃষ্টিপাতের হতে পারে। একই সঙ্গে তুষারপাতের আশঙ্কা কথাও জানান আবহবিদরা। দার্জিলিঙের উঁচু জায়গা অর্থাৎ সান্দাকফু এবং টাইগার হিলসে তুষারপাতের আশঙ্কা রয়েছে। এই ধরনের আবহাওয়ায় ভূমিধসের আশঙ্কা থাকে। একারণেই দুই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গেও মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় রবিবার এবং সোমবার সারা দিন ধরেই বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাতের হতে পারে।
শনিবার ভোর থেকেই কলকাতা শহরে বৃষ্টিপাত শুরু হয়। ছিলো ঘন কুয়াশা। বেলা একটু গড়াতেই আকাশ পরিষ্কার হলেও তেমন ভাবে রোদ ওঠেনি। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই বৃষ্টি এবং পারদের ঊর্ধ্বমুখী হওয়া বলেও হাওয়া অফিসের খবর।