Legislative Assembly elections : উত্তর প্রদেশসহ ৪ রাজ্যে বিজেপি

Legislative Assembly elections : উত্তর  প্রদেশসহ  ৪  রাজ্যে বিজেপি

ছবি: সংগৃহীত


‘দিল্লির পাশাপাশি এই প্রথম দ্বিতীয় কোনো রাজ্যে সরকার গঠন করছে আপ। তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় এই প্রথম কোনো রাজ্যে সরকার পরিচালনা করবে অরবিন্দ কেজরিওয়ালের দল, পঞ্জাবে আম আদমি পার্টির ঝড়’ 


এননিউজ ডেস্ক 

উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মনিপুরে বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয় সকাল থেকেই। গণনা যতই এগুতে থাকে, ততই মাথা উঁচু করে দাড়ায় বিজেপি। বিকাল গড়াতেই বিশাল জয়ের গেরুয়া পতাকা উড়ায় বিজেপি। বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষে উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি বিশাল জয় পায়।  দিল্লীর বাইরে পাঞ্জাবে এগিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। 

পাঁচ রাজ্যের নির্বাচনকে ‘মেগা নির্বাচন’ বা ‘সেমিফাইনাল’ বলা হচ্ছে। কেননা ২০২৪ সালে দেশটিতে জাতীয় নির্বাচনের আগে  এক সঙ্গে এতোগুলো রাজ্যে নির্বাচন নেই। ৭০ বিধানসভা আসনের উত্তরাখন্ডে ৪৪টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১টিতে এবং আম আদমি পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে। গোয়ায় কংগ্রেসকে পেছনে ফেলে ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ২০টিতে চালকের আসনে বিজেপি। 

পাঞ্জাবে ১১৭ আসনের  বিধানসভায় আম আদমি পার্টি এগিয়ে ৮০- এর বেশি আসনে। অর্থাৎ, ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ। এ বার দিল্লির বাইরে প্রথম জয়ের গন্ধ পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।   মণিপুরের ইম্ফল কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী মুখ্যমনন্ত্রী এন বিরেন সিংহ জিতলেন ১৮ হাজার ২৭১ ভোটে। সর্বশেষ খবর অনুযায়ী, ২৮ আসনে বিজেপি এবং ৯ আসনে কংগ্রেস এগিয়ে অথবা জয়ী।

ভোটের ক’মাস আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের  পরই কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন। পটিয়ালা কেন্দ্রে হেরে গেলেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। আপ প্রার্থী অজিত পাল সিংহের কাছে পরাজিত হলেন তিনি। আর জয় নিশ্চিত করলেন পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। ৪৫ হাজার ভোটে জয়ী হলেন তিনি। দিল্লির বাইরে এই প্রথম দ্বিতীয় কোনো রাজ্যে সরকার গঠন করছে আপ। তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় এই প্রথম কোনো রাজ্যে সরকার পরিচালনা করবে অরবিন্দ কেজরিওয়ালের দল।