Lobster : আচমকা গঙ্গায় এতো গলদা চিংড়ি !

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গ একটি কৃষি প্রধান রাজ্য পশ্চিমবঙ্গের গঙ্গানদী সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যে গুরুত্বপূর্ণ নয়। দেশের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি গঙ্গার ওপর নির্ভরশীল। এক সময় কাতলা, ভেটকি, চিতল, চিংড়ি সহ নানা জাতের মাছ ছিল গঙ্গায়। গঙ্গার জলে পারদ মিশছে তা জানা গিয়েছে বিজ্ঞানীদের গবেষণা থেকেই। গঙ্গার তীরবর্তী অঞ্চলে প্রচুর কলকারখানা থেকে বিষাক্ত সীসা, প্লাস্টিকসহ অবর্জনা গঙ্গায় ফেলা হয়ে থাকে। ফলাফল দূষিত হচ্ছে গঙ্গা।
তারপরও গঙ্গায় মিলছে গলদা চিংড়ি। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি মিললো হুগলির শেওড়াফুলি গঙ্গার ঘাটে। স্থানীয় সূত্রের খবরে জানা গেল এদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগে মুহূর্তে শেওড়াফুলি গঙ্গার ঘাটে দেখা প্রচুর গলদা চিংড়ি! পাশাপাশি আদিঘাট, কালিবাড়ির ঘাটসহ অন্যান্য ঘাটেও একই দৃশ্য। গঙ্গার ঘাটে এত গলদা চিংড়ি কোথা থেকে এলা? স্থানীয় বাসিন্দা অনেকেই কয়েক কেজি চিংড়ি ধরেছেন।
জেলেরা অবাক আচমকা এতো চিংড়ি কোথা থেকে এলো! জেলেদের অনুমান, শেওড়াফুলি ঘাটের সামনে দিয়ে একটি লঞ্চ অতিক্রমের সময় কোন কারণে গলদা চিংড়ি গঙ্গায় পড়ে গিয়েছে।