Mahbubul Haque Hirak : আত্মবিশ্বাসী তরুণ নেতৃত্ব হিরক

মাহবুবুল হক হিরক
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার দূরদর্শিতায় সোনার বাংলা উন্নয়নে তরুণরাই তো নেতৃত্ব দেবে। ২০৪১ সালে ‘উন্নত বাংলাদেশ’ এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে একটি উদ্ভাবনী দেশ হিসেবে বিশ্বমণ্ডলে পরিচিত হতে চাচ্ছে বাংলাদেশ। আর এই উন্নয়ন যাত্রায় তরুণ সমাজের¡ গুরুত্ব অপরিসীম। আগামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার তরুণ সমাজকে রাজনৈতিক, সামাজিক উন্নয়নে নেতৃত্ব নিশ্চিত করতে হবে।
তারুণ্যের আত্মবিশ্বাসকে সঙ্গী করে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন তিনি। চোখেমুখে তার ‘সম্প্রীতির বাংলাদেশ’ গড়া স্বপ্ন। বঙ্গবন্ধু ‘স্বপ্নের সোনার বাংলা’ সমৃদ্ধ করতে যে কোন বাধা ডিঙ্গিয়ে অত্যাচারের খর্গ নস্যাত করে শান্তির পতাকা উত্তোলন করতে চান মাহবুবুল হক হিরক। যার অভিজ্ঞতায় রয়েছে, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালনের।
রাজপথের মিছিলে নেতৃত্ব হিরকের
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ছাড়াও এলাকার নানা কর্মসূচি বাস্তবায়নে রাজপথ চষে বেড়িয়েছেন হিরক। তিনি বাস্তবতার নিরিখে বিচার বিবেচনা করেই কর্মসূচি পালনের সফলতা অর্জন করেছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের উন্নয়ন চিত্র যেমন পাল্টেছে, তেমনি হিরকও রাজনীতির মাঠ থেকে অভিজ্ঞতা অর্জন করে নিজেকে সমৃদ্ধ করেছেন। এখন তার ইচ্ছে মানুষের ভালোবাসাকে সঙ্গী করে আগামী দিনগুলোতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সামিল হয়ে মানুষের কল্যাণ ও উন্নয়নে আত্মনিয়োগ করা।
সরকারী কোয়ার্টার অধ্যূষিত এলাকা ঢাকার মতিঝিলের আইডিয়েল জোন, এজিবি কলোনী, ব্যাংক কলোনী এবং টিএণ্ডটি কলোনী জোনসহ বিশাল এলাকা নিয়ে গঠিত ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ। এই টি এণ্ড টি জোনেরই বাসিন্দা মাহবুবুল হক হিরক। ১২ সেপ্টেম্বর টি.এন্ড.টি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হিরকের নেতৃত্বে এগিয়ে চলা মিছিল
সংগ্রামী হিরক এবারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থী। তার প্রত্যাশা, তিনি ঝড়বৃষ্টি মাথায় নিয়ে, রোদে পুড়ে, খেয়ে না খেয়ে দলের জন্য কাজ করে গিয়েছেন। উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে কাজ করে চলেছেন হিরক।
এবারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হলে আগামীতে তার গতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবা অঙ্গিকার ব্যক্ত করেন মাহবুবুল আলম হিরক। তিনি এলাকা বাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।