Maitri Express : ২৬ মাস পর চালু মৈত্রী, পহেলা জুন থেকে বাস পরিষেবা

Maitri Express : ২৬ মাস পর চালু মৈত্রী, পহেলা জুন থেকে বাস পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

রবিবার স্বস্তির হুইসেল বাজলো মৈত্রীর।  দীর্ঘ ২৬ মাস বন্ধ থাকার পর যাত্রীদের মাঝে স্বস্তি ফিরিয়ে চালু হলো ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা। সেই সঙ্গে ঢাকার ক্যান্টমেন্ট রেলস্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে  ছেড়ে যায় মৈত্র এক্সপ্রেস। এদিন সকালে রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ট্রেন যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে অভ্যর্থনা জানান এবং কুশলবিনিময় করেন। হঠাৎ মৈত্রী চালুর ঘোষণা আসায় যাত্রী সংখ্যা কম ছিলো। যাত্রীদের অধিকাংশই চিকিৎসা নিতে ভারতে যাবার কথা জানান। অতিমারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত রেলপরিষেবা বন্ধ হয়ে গিয়েছিলো।

এছাড়া আগামী পহেলা জুন  থেকে ৬৫ বছর পর চালু হচ্ছে ঢাকা জলপাইগুড়ির মধ্যে ৫ম রেলপথ চালুটি। বাংলাদেশ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এখন দিল্লিতে রয়েছেন।  বুধবার দিল্লী থেকে ভর্চ্যুয়ালী দু’দেশের রেলপথ মন্ত্রী ঢাকা-জলপাইগুড়ির মধ্যে চালু হওয়া মিতালি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এদিন ট্রেনটি জলপাইগুড়ি থেকে ঢাকায় আসবে। 

যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা  জানান রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার 

রবিবার রেলপথ মন্ত্রকের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ঢাকার ক্যান্টমেন্ট রেলওয়ে স্টেশনে যাত্রীদের সঙ্গে কুশলবিনিময় শেষে বলেন,  করোনায় যাত্রী পরিষেবা বন্ধ থাকলেও পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। সে সময় সরকারী কোষাগারে বিপুল পরিমাণের রাজস্ব এসেছে। স্বাভাবিক গতিতে পণ্যপরিবহনে ব্যবসায়ীরাও খুশি। ব্যবসায়ীদের চাহিদা মাফিক পণ্যট্রেনের পর দু’দেশের মধ্যে পার্সেল ট্রেন চলাচল শুরু করে।  

এ ছাড়াও ভারত-বাংলাদেশ বন্ধুত্বের নির্দশন হিসেবে করোনা অতিমারিকালে ভারতের বাইরে প্রথমবারের মতো  ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনের মাধ্যমে দ্রুত সময়ে বাংলাদেশে অক্সিজেন সরবরাহ করে। যা মানবতার স্মারক হয়ে থাকবে।

 মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার 

আগামী পহেলা জুন থেকে দু’দেশের মধ্যে বাস পরিষেবা চালু হতে যাচ্ছে। ঢাকা-কলকাতা, ঢাকা-কলকাতা-আগরতলা, ঢাকা-শিলিগুড়ি, ঢাকা-শিলং-গৌয়াহাটি এবং ঢাকা-সিকিম-এর মধ্যে বাসপরিষেবা চালু হয়েছে। উভয় দেশের যাত্রীদের মাঝে স্বস্তি ফিরিয়ে ২৬ মাস পর স্বাভাবিক অবস্থায় ফিরছে বাস ও রেলপরিষেবা। 

রেলপরিষেবা চালুর অন্যতম আকর্ষণ হচ্ছে ঢাকা-জলপাইগুড়ি নতুন রেলপরিষেবা চালু।  মিতালি এক্সপ্রেসের শুভ যাত্রার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৬৫ বছর পর ভারতের সঙ্গে এই রেলসংযোগটি চালু হতে যাচ্ছে ১ জুন থেকে। এদিন জলপাইগুড়ি থেকে মিতালি এক্সপ্রেস ঢাকার পথে ছেড়ে আসবে। রেলপথটি  ২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথভাবে রেলপথটি উদ্বোধন করেছিলেন। ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু বিভিন্ন টেকনিকেল কারণে তা পিছিয়ে যায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল থেকে ট্রেন পরিষেবা চালু হয়।