Minister of Commerce : ন্যায্যমূল্যের পণ্য  নিয়ে  কোটি  মানুষের দুয়ারে হাসিনা সরকার

Minister of Commerce : ন্যায্যমূল্যের পণ্য  নিয়ে  কোটি  মানুষের দুয়ারে হাসিনা সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রমজানকে নামনে রেখে এককোটি পরিবারের মধ্যে রবিবার থেকে ন্যায্যমূল্যে পণ্য  বিক্রি শুরু করেছে হাসিনা সরকার। এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন। বৈশ্বিক পণ্যমূল্যের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। কিন্তু রমজানে সকল শ্রেণী-পেশার মানুষ যেন স্বাচ্ছন্দে রমজান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে ন্যায্যমূল্যে পণ্যবিতরণের নিদের্শনা আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে। সে অনুযায়ী ১ কোটি ফ্যামেলী কার্ডের মাধ্যমে পণ্যবিতরণ শুরু করেছে বাণিজ্যমন্ত্রক।

প্রতিটি কার্ডের অনুকুলে থাকছে ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫  টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা দরে ২ কেজি ছোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণা অনুযায়ী দেশব্যাপী এসব পণ্য সুষ্ঠু ভাবে বিক্রি করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ২০ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ এবং ৩ এপ্রিল ২০ এপ্রিল পর্যন্ত দুই ধাপে ১ কোটি পরিবার পাবেন ন্যায্যমূল্যের এসব পণ্য। এদিন পণ্যবিক্রির উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, তাদের হিসাবে এক্ষেতে সুবিধাভোগী মানুষের সংখ্যা  প্রায় ৫ কোটি।  তিনি জোর দিয়ে জানালেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বিপুল পরিমাণের পণ্য মজুত রয়েছে। তবে কোন কোন অসাধু ব্যাবসায়ী কৃত্তিম পণ্যসংকটের গুজব রটিয়ে ফায়দা লুটার চেষ্টা করে থাকে।  

ভালোর সঙ্গের মন্দেরও কিছুটা আনাগোনাতো থাকেই। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্যমূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব রয়েছে। দেশে ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ ভাগই আমদানি করতে হয়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি শুল্ক ১৫% কমিয়ে দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সুফল পেতে শুরু করেছেন সাধারণ ভোক্তারা। বর্তমানে ভোজ্যতেলের বাজার স্থিলিশীল। অসাধু ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বাণিজ্যমন্ত্রী বলেন,  কেউ যদি সরকারের সরলতার সুযোগ নেবার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। বাণিজ্যমন্ত্রী এদিন কাউনিয়া উপজেলা কমপ্লেক্স রোটারি ক্লাব অফ উত্তরা ও অপু মুনশি মেমোরিয়াল ট্রাষ্ট-এর আয়োজনে দিনব্যাপী ‘স্বাস্থ্য সেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন। যার সহযোগিদায় ছিলো রংপুর মেডিকেল কলেজ।