Mitali Express : ২৫ এপ্রিল ট্রায়াল রান হতে পারে ‘মিতালী’র

ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
কয়েক দফা পিছিয়ে পহেলা বৈশাখ তথা ১৪ এপ্রিল ঢাকা-নিউজলপাইগুড়ির পথে চলাচল শুরুর কথা ছিলো মিতালীর। কিন্তু পহেলা বৈশাখেও বাজবে না মিতালীর হুইসেল। এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ মিতালীর চলাচল শুরু হবার কথা থাকলেও ভিসা জটিলতায় পেছানো হয়। এরপর রেলপথ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আশা প্রকাশ করেছিলেন, উভয় দেশ প্রস্তুত। খুব শিগগিরই ট্যুরিষ্ট ভিসা চালু করা হবে এবং ট্রেন চলাচল শুরু হবে।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, ২৬ মার্চে শুরু করতে চেয়েছিলাম। সেমতে ভারতের তরফে আমাদের বলাও হয়েছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে তা হয়ে ওঠেনি। তবে পহেলা বৈশাখ ঢাকা-নিউজলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস যাত্রার বিষয়টি নিশ্চিত। কিন্তু বাংলা নববর্ষ ঘিরে যে সম্ভাবনা উঁকি দিয়েছিল, তাও এখন ফিকে পিছিয়ে গেল। ২৫ এপ্রিলের দিকে ঢাকা থেকে নিউজলপাইগুড়ি ট্রায়াল রানের আশা করছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।