Narayan Debnath: চলে গেলেন শিশুসাহিত্যিক নারায়ণ দেবনাথ

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
চলে গেলেন শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সোয়া দশটা নাগাদ বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস করেন। তিনি ছিলেন একমাত্র ডি.লিট প্রাপ্ত কার্টুনিস্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন পাতেন।
নারায়ণ দেবনাথের প্রয়াণে গভীর শোক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে।
রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। মুখ্যমন্ত্রী নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানান।
কবি সুবোধ সরকারের ভাষায়, আমরা সকলেই শোকাহত। এমন ভাবে তিনি আমাদে শৈশবকে ঘিরে ছিলেন, পাহাড়া দিয়েছেন, দুষ্টুমি করতে শিখিয়েছেন, পাঁচিল টপকাতে শিখিয়েছিলেন তিনি চলে গেলেন। তিনি আমাদের শৈশবকে আনন্দে ভরিয়ে তুলেছিলেন। এটা সবাই করতে পারেন না। ডিজিটাল যুগেও তাঁর কাজ অপরিহার্য।