New Zealand Test : নিউজিল্যান্ড টেস্ট সিরিজটি শঙ্কার মুখে 

New Zealand Test : নিউজিল্যান্ড টেস্ট সিরিজটি শঙ্কার মুখে 

ফাইল ছবি

এননিউজ ডেস্ক 

নিউজিল্যান্ড টেস্ট সিরিজটি শঙ্কার মুখে। করোনার টেস্ট রিপোর্ট সময় মতো না পেলে এবং সকল খেলোয়ারদের নেগেটিভ হলেই সিরিজটি সময়মতো হবে।

নিউজিল্যান্ডগামী ফ্লাইটে একজন যাত্রীর ওমিক্রন শনাক্ত এবং  দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হওয়ায় বাংলাদেশ দলের বাকিদেরও

কোয়ারেন্টিনের সময়সীমা বাড়ানো হয়। যে কারণে প্রস্তুতি ম্যাচটি সময়মতো হচ্ছে না। শনিবার বিসিবি কার্যালয়ে  বৈঠক  শেষে সাংবাদিকদের বলেছেন, বিসিবি

সভাপতি নাজমুল হাসান বলেন,  ক্রিকেটাররা এখন মানসিকভাবে খুবই ক্লান্ত। অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কি না, সিরিজ বাদ দেওয়া যায় কি

না। এটা হওয়ার কোনো সুযোগ যদিও নেই। ২১ তারিখের পর কোয়ারেন্টিন আবার বাড়ানো হলে তখন নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনায় যেতে পারব। যদি

কোনো কারণে কোয়ারেন্টিনের সময়সীমা বাড়ানো হয়, সে ক্ষেত্রে সিরিজ নিয়ে নতুন করে ভাবতে হবে বিসিবিকে।