Omicron : জেনে নিন ওমিক্রন কোথায় কতক্ষণ বেঁচে থাকে!

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
‘স্পাইক প্রোটিনে মিউটেশনের কারণেই বিশ্বব্যাপী ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে’
সবচেয়ে দ্রুত ছড়িয়ে ভাইরাসটি হচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট। যা গত বছরের শেষ প্রান্তে দক্সিণ আফ্রিকায় প্রথম চিহ্নিত হয়। তারপর আর অপেক্ষা করতে হয়নি। রাতারাতি বিস্তার ঘটতে থাকে দেশ তেকে দেশে। প্রতিনিয়ত আক্রান্তর সংখ্যা বাড়েই চলেছে। এযেন অপ্রতিরোধ্য ঘটনা।
বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন, ভাইরাসটির স্পাইক প্রোটিনে ঘটেছে অনেক পরিবর্তন। স্পাইক প্রোটিনের পরিবর্তনের কারণেই ভাইরাসটি মারাত্মক রূপ নিয়েছে। তাই সবাইকেই এই ভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা।
ওমিক্রন কোথায় দীর্ঘক্ষণ বাচতে পারে ভাইরাসটি?
বিজ্ঞানীরা বলেছেন, প্লাস্টিকের উপর করোনার মূল স্ট্রেন বেচে থাকতে পারে ৫৬ ঘণ্টা, আলফা ১৯১.৩ ঘণ্টা, বিটা ১৫৬ ঘণ্টা, গামা ৫৯.৩ ঘণ্টা, ডেল্টা ১১৪ ঘণ্টা এবং নতুন ধরণের ভাইরাস
ওমিক্রন বাঁচতে পারে ১৯৩.৫ ঘণ্টা।
এক্ষেত্রে ত্বকের ওপর করোনা ভাইরাস বেচে থাকতে পারে ৮.৬ ঘণ্টা, আলফা ১৯.৬ ঘণ্টা, ১৯.১ ঘণ্টা বিটা, ১১ ঘণ্টা গামা, ১৬.৮ ঘণ্টা ডেল্টা ও ওমিক্রন বাঁচতে পারে ২১.১ ঘণ্টা।
যে কারণে ওমিক্রন দ্র্রুত ছড়িয়ে পড়ছে। এব্যাপারে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অবশ্য মাস্ক ছাড়া চলাফেরা একেবারেই করতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা এটিকে তৃতীয় ঢেউ হিসাবে অবহিত করেছেন।