Pakistan : পাকিস্তানে মসজিদে হামলায় নিহত ৪৫ 

Pakistan : পাকিস্তানে মসজিদে হামলায় নিহত ৪৫ 

ছবি সংগৃহীত

এননিউজ ডেস্ক 

ছবি দেখা যায় একটি মসজিদের ভেতরের অবস্থা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দরজা-জানালা চৌচির। কোন কোনটি আবার পুড়ে গিয়েছে। জানালার কাচ ভয়াবহরূপে ক্ষতিগ্রস্ত। 

এটি পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদারে এক শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা। শুক্রবারের এঘটনায় কমপক্ষে ৪৫ জন মুসল্লি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে আহত হয়েছেন ৬৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে বলেন, আমরা জরুরি অবস্থায় রয়েছি এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। বিস্ফোরণের ধরণ পরীক্ষা করছি কিন্তু মনে হচ্ছে এটি আত্মঘাতি হামলা। 

পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ এজাজ খান জানিয়েছেন, দুই সশস্ত্র আক্রমণকারী মসজিদটির বাইরে গুলি চালানো শুরু করলে সংঘাতের সূত্রপাত ঘটে। বন্দুকযুদ্ধে একজন হামলাকারী ও মসজিদের দায়িত্বে থাকা একজন পুলিশ নিহত ছাড়া অপর একজন পুলিশ আহত হয়েছেন। এর পর আরেক হামলাকারী মসজিদের ভেতরে ছুটে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
 
শায়ান হায়দান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি মসজিদের প্রবেশে জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় একটি শক্তিশালী বিস্ফোরণ তাকে রাস্তায় উড়িয়ে নেয়। তিনি বলেন, চোখ খুলে আমি দেখি সেখানে শুধু ধুলো আর মৃত্যু দেহ। 
 
খবরে বলা হয়েছে, লেডি রিডিং  হাসপাতালে এখন পর্যন্ত ৩০ জনের দেহ আনা হয়েছে। আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি বিভাগের বাইরে শত শত স্বজনরা  ভিড় জমিয়েছেন। 
হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি হতাহতদের জরুরি সেবা প্রদানে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।