শীতকালীন অধিবেশেন লোকসভা  এবং রাজ্যসভায় ১০টি বিল পাশ 

শীতকালীন অধিবেশেন লোকসভা  এবং রাজ্যসভায় ১০টি বিল পাশ 

ছবি সংগ্রহ

এসনিউজ ডেস্ক 

সংসদের শীতকালীন (২৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর)  অধিবেশনের  উভয় কক্ষে পাশ হল ১০টি বিল। আর লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় অপেক্ষার

প্রহর গুনছে, এমন বিল-ও রয়েছে। এবারে লোকসভা এবং রাজ্যসভায় চলতি শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে যে বিল। 

১. নির্বাচনী আইন (সংশোধনী) বিল

২. নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (সংশোধনী) বিল ২০২১ (রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়)

৩. দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি মিলেছে ২১ ডিসেম্বর। বিল এখন আইন)

৪. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন সংশোধনী বিল ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি মিলেছে ২১ ডিসেম্বর। বিল এখন আইন)

৫. হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকদের (বেতন ও চাকরির শর্তাবলী) সংশোধনী বিল

৬. কৃষি আইন বাতিল বিল, ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি মিলেছে। বিল এখন একটি আইন।)

৭. অ্যাসিস্ট্যাড রিপ্রডাক্টিভ টেকনোলজি রেগুলেশন বিল ২০২০

৮. সারোগেসি রেগুলেশন বিল, ২০১৯

৯. বাঁধ নিরাপত্তা বিল

১০. দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (সংশোধন) বিল, ২০২১ (১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি মিলেছে। বিল এখন একটি আইন)

উল্লেখযোগ্য ভাবে, বেশ কিছু বিল পাশ হতে সময় লেগেছে অনেক কম। বিল পাশ হওয়ার আগে বিতর্কের জন্য যতটুকু সময় লাগা প্রয়োজন, সেগুলির ক্ষেত্রে

সেটা ছিল স্বল্পই। যেমন লোকসভায় দু’মিনিটের বিতর্ক এবং রাজ্যসভায় আট মিনিটের বিতর্কের পর কৃষি আইন বাতিল বিল, ২০২১ পাশ হয়ে যায়।