বারো ঘণ্টার ব্যবধানে খুন দুই রাজনৈতিক নেতা

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
ব্যবধান মাত্র বারো ঘণ্টা। এরই মধ্যে খুন হয়ে গেলেন দুজন রাজনৈতিক নেতা। এই হত্যাকান্ড ঘিরে চরম উত্তাপ ছড়ালো কেরলের আলাপ্পুঝা জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা আলাপ্পুঝা জুড়ে ১৪৪ ধারা জারি প্রশাসনের।
শনিবার রাতে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিআইপি) রাজ্য সম্পাদক কে এস শান। আক্রমণে গুরুতর আহত শানকে কোচির হাসাপাতালে ভর্তির পর সেখানেই তাঁর মৃত্যু হয়। এসডিপিআই’র অভিযোগ, শান হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে আরএসএস।
ঘটনার বারো ঘণ্টার মাথায় জেলার জনপ্রিয় (বিজেপি) নেতা এবং বিজেপি-র ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক রঞ্জিৎ শ্রীনিবাসনের বাড়িতে আক্রমণ করা হয়। স্ত্রী এবং মায়ের সামনেই কুপিয়ে রঞ্জিতকে খুন করা হয় বলে অভিযোগ । রঞ্জিৎ ছিলেন পেশায় আইনজীবী। আলাপ্পুঝা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি’র প্রার্থীও হয়েছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলিধরনের অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। পুলিশের অনুমান, এসডিপিআই নেতা কে এস শানের খুনের বদলা নিতেই রঞ্জিৎ শ্রীনিবাসনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরই ১৪৪ ধারা জারি করা হয়। দুটি হত্যাকাণ্ডের জন্যই বিজেপি এবং এসডিপিআই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এই ধরনের ঘৃণ্য এবং অমানবিক হিংসার ঘটনা রাজ্যের জন্য বিপজ্জনক। আমি নিশ্চিত এই খুনি গোষ্ঠীগুলিকে চিহ্নিত করে তাদের কোণঠাসা করে দেবেন রাজ্যের মানুষ। দোষীদের দ্রুত খুঁজে বের করারও আশ্বাসও দেন তিনি।